প্রকাশ: 08 Aug 2025 | 01:07pm | আপডেট: 08 Aug 2025 | 01:07pm
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির মা কুমকুম বেগমকে হত্যার হুমকি দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার সন্ধ্যায় উপজেলার বর্নি গ্রামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা এই নারী বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কুমকুম বেগম বলেন, ‘আমার ছেলে রকিবুল ইসলাম আফ্রিদি পেশাদার সাংবাদিক। সে দীর্ঘদিন ধরে প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি। কিছুদিন আগে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর ওপর হামলা, গাড়ি পোড়ানো ও বিশেষ অভিযানের সময় একই গ্রামের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে আমার ছেলে তথ্য দিয়েছে–এমন অপবাদ দেওয়া হয়।’
এই সন্দেহ থেকে রকিবুলের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে মামলা চলছে জানিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের পুরো পরিবারই প্রতিহিংসার টার্গেটে পরিণত হয়েছে।’
তিনি জিডিতে হুমকিদাতা হিসেবে দক্ষিণ বর্নি গ্রামের ইব্রাহিম মুন্সী, মিকাইল মুন্সী, নাবিল মুন্সীসহ আরও তিন-চারজন অচেনা কিশোরের কথা উল্লেখ করেন। কুমকুম বেগমের ভাষ্য, তারা শুধু গালাগাল আর হুমকি দিয়েই সীমাবদ্ধ থাকেনি। স্থানীয় সন্ধ্যাবাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে একত্র হয়ে পরিবারের বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনা শুরু করে।
এ বিষয়ে বক্তব্য জানতে ইব্রাহিম মুন্সী ও মিকাইল মুন্সীর মোবাইল ফোন নম্বরে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।