Logo
শিরোনাম
বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে তিনটি দাবীর জন্য আন্দোলন
ক্রাইম ভিশন

প্রকাশ: 28 Aug 2025 | 07:28am | আপডেট: 28 Aug 2025 | 07:28am

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে তিনটি দাবীর জন্য আন্দোলন

স্টাফ রিপোর্টার:

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে তিনটি দাবীর জন্য আন্দোলন করেছে তা নিম্মে দেওয়া হলো ।

তাদের তিনটি দাবি হলো:

১)ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। 

২)কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না । দশম গ্রেড (টেকনিক্যাল) বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০ শতাংশ কোটা বাতিল করে, ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে এবং 

৩) সর্বশেষ দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতিত কেউ নামের পাশে 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন তাদের দাবী সঠিক কিনা? যে কোঠার জন্য এত সংগ্রাম তাহলে কোঠা আসবে কেন? কোঠাকে এদেশ থেকে চিরতরে উঠিয়ে দেয়া হোক ।


সর্বশেষ সংবাদ