প্রকাশ: 28 Aug 2025 | 05:05pm | আপডেট: 28 Aug 2025 | 05:05pm
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে প্রবাসী রুবেল ঢালী (৪২) নামের এক যাত্রী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২৮ আগষ্ট রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
সে শরীয়তপুর জেলার নড়িয়া থানার কেদারপুর গ্রামের বাসিন্দা আবুল ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল ঢালী ঢাকার পোস্তগোলা থেকে শরীয়তপুরের নাওডোবা যাওয়ার জন্য ২০০০ টাকা ভাড়ায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯-৮৪০৯) ভাড়া নেন। পথে গাড়িতে থাকা চারজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাকে মারধর করে এবং নগদ ৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। পরে জনতা গাড়িটি আটক করে পুলিশকে খবর দেয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং গাড়িটি জব্দ করি। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।