প্রকাশ: 28 Aug 2025 | 03:16pm | আপডেট: 28 Aug 2025 | 03:16pm
ক্রাইমভিশন ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্তদের মধ্যে তিনজন সাবেক এমপি ও সাবেক এক মন্ত্রীর স্ত্রী রয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী থানায় মামলাটি করেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। ‘দায়মুক্তি নয়, মামলায় আসামি হচ্ছেন ৩৩ জন’ শিরোনামে বৃহস্পতিবার সমকালে প্রতিবেদন প্রকাশিত হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—স্নিগ্ধা ওভারসিস লিমিটেডের কর্ণধার ও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, তার স্ত্রী জেসমিন মাসুদ ও মেয়ে তাসনিয়া মাসুদ, আহম্মেদ ইন্টারন্যাশনালের মালিক ও সাবেক এমপি বেনজীর আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের স্ত্রী কাশমেরী কামাল এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের কর্ণধার ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন।
অভিযোগে বলা হয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরী তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠান। এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ জনপ্রতি আরও ৩৬ হাজার ৫০০ টাকা নেওয়ার প্রমাণ মিলেছে।