Logo
শিরোনাম
শ্রীপুরে পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
ক্রাইম ভিশন

প্রকাশ: 29 Aug 2025 | 08:40am | আপডেট: 29 Aug 2025 | 08:40am

শ্রীপুরে পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 গাজীপুরের শ্রীপুরে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর কয়েক দফায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শ্রীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালানো হয়। হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায়।

আটক হওয়া আসামি সুমন মিয়া, উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীপুর থানা পুলিশ সুমন মিয়াকে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকা থেকে আটক করে। আটক সুমনকে নিয়ে ফেরার পথে প্রথমে বরমী এলাকায় হামলা হয়। সেখানে ব্যর্থ হলে দুর্বৃত্তরা তালতলী গ্রামের সিসিডিবি এলাকা ও পরে টেংরা ডিবার পাড় এলাকায় আবারও হামলার চেষ্টা চালায়।

পরে রাত ৮টার দিকে পুলিশ টেংরা রাস্তার মোড়ে পৌঁছালে ৮-১০টি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ঘিরে ধরে। তারা পুলিশ সদস্যদের মারধর করে এবং সুমন মিয়াকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ