প্রকাশ: 29 Aug 2025 | 02:29pm | আপডেট: 29 Aug 2025 | 02:29pm
আন্তর্জাতিক ডেস্ক:
প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিরোধী ও অভিবাসন-বিরোধী পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন সিটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে ১ সেপ্টেম্বর সোমবার সারা আমেরিকায় ৯০০-এর বেশি স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক সংগঠন ‘এএফএল-সিআইও’। সোমবার ‘শ্রমিক দিবস’ হওয়ায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।
শিকাগো টিচার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জ্যাকসন পোটার জানিয়েছেন, শ্রমিক দিবসে এই কর্মসূচি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি বলেন, “ট্রাম্পের পদক্ষেপে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কথা বলার অধিকার হরণ হচ্ছে, আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং অভিবাসীরা ক্রমশ নিগৃহীত হচ্ছে। এ অবস্থাকে আমরা মেনে নিতে পারি না।”
‘ওয়ার্কার্স অভার বিলিয়নেয়ার’ ব্যানারে কর্মসূচি অনুষ্ঠিত হবে। অরাজক পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১৪ জুন ‘নো কিংস’ শীর্ষক কর্মসূচি এবং ২ আগস্ট আরও একটি প্রতিবাদী কর্মসূচি সারা আমেরিকায় পালিত হয়েছে। এবারের কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব আরও বেশি, কারণ এর নেপথ্যে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা রয়েছে। শ্রমিক ফেডারেশনের মাধ্যমে হোয়াইট হাউজে শক্তিশালী বার্তা পৌঁছানো এবং সামনের নির্বাচনে রিপাবলিকানদের প্রতি প্রভাব বিস্তার করা এ কর্মসূচির লক্ষ্য।
প্রধান প্রধান শহরগুলো যেখানে কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, শিকাগো, লসএঞ্জেলস, ডালাস, হিউস্টন, মায়ামি, আটলান্টা, সানফ্রান্সিসকো, সিয়াটল, ডেট্রয়েট, ফিনিক্স, আলাবামা, আলাস্কা, টাকসন, লিটলরোক, ডেনভার, হার্টফোর্ড, উইলমিংটন, হনলুলু, আইডাহো, ইন্ডিয়ানাপোলিস, দেসমইন, উইচটা, লেক্সিংটন, লাফায়েট, অগোস্টা, বাল্টিমোর, মাউন্ট প্লিজ্যান্ট, মিনিয়েপোলিস, স্প্রিংফিল্ড, জ্যাকসন, মন্টানা, নেব্রাস্কা, লাসভেগাস, নিউ হ্যামশায়ার, হেলিডন, নর্থ ক্যারলিনা, একরোন, বিসমারক, ওকলাহোমা, ওরেগণ, রোড আইল্যান্ড, কলম্বিয়া, নক্সভিলে, সিডার সিটি, চারলটেসভিলে, মিলওয়াকি প্রভৃতি।