Logo
শিরোনাম
লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তারের সমালোচনা বার্গম্যানের
ক্রাইম ভিশন

প্রকাশ: 29 Aug 2025 | 02:16pm | আপডেট: 29 Aug 2025 | 02:16pm

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তারের সমালোচনা বার্গম্যানের

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তারের ঘটনার সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি লিখেছেন, মঞ্চ-১৯৭১ এর অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। সেটি সামাল দিতে গিয়ে আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকীসহ আয়োজক ও অন্য অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এমন পদক্ষেপের সিদ্ধান্ত সরকার বা পুলিশের মধ্য থেকে কে নিয়েছেন সেটি স্পষ্ট নয়। তবে যারাই নিয়েছেন, তারা নিশ্চিতভাবে দেশের স্বার্থে কাজ করছেন না।

শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বার্গম্যান। সেখানে তিনি এসব কথা লিখেছেন। এই ব্রিটিশ সাংবাদিক আরও লিখেছেন, সভায় যা বলা হয়েছিল বা হতে পারতো তা কিছু ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের কাছে উসকানিমূলক মনে হতে পারে। তবে এটি স্পষ্ট যে, গ্রেপ্তারকৃত ওই ১৬ ব্যক্তি সভায় অংশ নেওয়ার মাধ্যমে কোনো অপরাধ করেননি।

বার্গম্যান লিখেছেন, এই সরকার ও পুলিশ যদি সত্যিই দেশকে নতুন পথে এগিয়ে নিতে চায়, তাহলে তাদের বুঝতে হবে যে, রাজনৈতিক সুবিধার জন্য কাউকে গ্রেপ্তার বা তার মানবাধিকার হরণ করা যুক্তিযুক্ত নয়। আওয়ামী লীগের করা অনেক ভুলের পেছনে এমন ভাবনা (মানবাধিকার হরণ) ছিল একটি মূল কারণ। এখনো বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তির মধ্যেও এটি আছে। এবং এটাই ওই ১৬ জনকে গ্রেপ্তারের পেছনে কাজ করেছে।

বার্গম্যান আরও লিখেছেন, এভাবে গ্রেপ্তার করা শুধু বিচারিক প্রক্রিয়ার পরিপন্থীই নয়, বরং এটি মব সৃষ্টিকারীদের সবুজ সংকেত দেয়। তারা এখন ভাববে যে, ভবিষ্যতেও একই ধরনের অনুষ্ঠানে বাধা দেওয়াটা ঠিক কাজই হবে। 

সর্বশেষ সংবাদ