Logo
শিরোনাম
সেগুন গাছ চুরির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, থানায় অভিযোগ
ক্রাইম ভিশন

প্রকাশ: 31 Aug 2025 | 05:57am | আপডেট: 31 Aug 2025 | 05:57am

সেগুন গাছ চুরির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, থানায় অভিযোগ

জাহাঙ্গীর আলম জয়, মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের চুরি হয়ে যাওয়া সেগুন গাছের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় দৈনিক কালবেলা'র মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মসি বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা চেষ্টার অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টায় দৈনিক কালবেলা প্রতিনিধি মুজাহিদ মুসি ও দৈনিক বাংলা টাইমস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে বড় আকারের ০৪টি সেগুন গাছ কেটে পাচার করা হয়েছে মর্মে সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে যাই ।যার আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা ।

চুনারুঘাট থানাধীন ০৪নং পাইকপাড়া ইউপির অর্ন্তগত সাতছড়ি রেঞ্জ অফিস সংলগ্ন পুকুর পাড় গিয়ে তাদের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় সাতছড়ী রেঞ্জ এর বিট অফিসার মামুনুর রশীদ(৫০) ও জুনিয়র ওয়াইল্ড স্কাউট নূর মোহাম্মদ (৪২) অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিত আক্রমন করে এলোপাতাড়ী ভাবে মারধর শুরু করে। 

এক পর্যায়ে মামুনুর রশীদ সাংবাদিক মুজাহিদ মুসিকে শক্ত করে ধরে রাখলে নূর মোহাম্মদ তার হাতে থাকা রড দিয়া হত্যা করার উদ্দেশ্যে মুজাহিদ মসির মাথা লক্ষ্য করে আঘাত করে। উক্ত আঘাত সে বাম হাত দিয়া ফিরালে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও তজুনি আঙ্গুলের মধ্য ভাগে পড়ে রক্তাক্ত জখম হয়। মামুনুর রশীদ সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ এর হাতে থাকা একটি ক্যামেরা (DSLR) নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৭০হাজার টাকা ও নগদ ২৬০০ টাকাসহ একটি মানিব্যাগ নিয়া নেয়। 

এব্যাপারে অভিযোক্ত রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদ এর মোবাইল ফোনে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

 সিলেট বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা মো: আবুল কালাম বলেন, আমি বিষয়টি জেনেছি। সাংবাদিকদের উপর হামলার করা ঠিক হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তদন্ত করে এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূর আলম জানান, এব্যাপারে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ