প্রকাশ: 30 Aug 2025 | 03:33pm | আপডেট: 30 Aug 2025 | 03:33pm
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের বিজিবি ক্যাম্প এলাকায় পশ্চিম ও পূর্ব দিকে দুটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে দূর্ঘটনা এড়ানোর জন্য। কিন্তু দূর্ঘটনা এড়ানো তো দুরের কথা এই স্পিড ব্রেকারের কারণে এখন দূর্ঘটনা বাড়ছে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ এখানে দূর্ঘটনা এড়াতে এই স্পিড ব্রেকার স্থাপন করেন। কিন্তু বর্তমান স্পিড ব্রেকার দুটি বেহাল অবস্থা। সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় দূর্ঘটনা বাড়ছে।
দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ মেরামত কল্পে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এবং সেখানে কোন চিহ্ন নেই স্পিড ব্রেকারের।
অপর দিকে ফুলবাড়ীর বাগড় মোড় থেকে ফুলবাড়ী মহাসড়ক পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। শত শত গর্তের সৃষ্টি হয়েছে এই রাস্তায় ইট খোয়া বের হয়ে গেছে। এমনকি পার্বতীপুর থেকে ছেড়ে আসা যানবাহনগুলি ঝুকি নিয়ে চলা চল করছে। মেরামত করা না হলে চলতি বর্ষার মধ্যে রাস্তাটির আরও ক্ষতি হবে। এমনকি বাগড়া রাস্তা সংলগ্ন পুকুরটি গিলে খাচ্ছে রাস্তা। কবে নাগাদ মেরামত করা হবে এই রাস্তা তা কেউ জানে না।
স্থানীয় বিভিন্ন মহল পরিবহন বিভাগের নেতারা অতিদ্রুত পার্বতীপুর ফুলবাড়ীর ৩ কিলোমিটার রাস্তা মেরামত কল্পে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নেক দৃষ্টি কামনা করছেন।