Logo
শিরোনাম
গজারিয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থীকে গণসংবর্ধনা
ক্রাইম ভিশন

প্রকাশ: 30 Aug 2025 | 03:22pm | আপডেট: 30 Aug 2025 | 03:22pm

গজারিয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থীকে গণসংবর্ধনা

গজারিয়া(মুন্সীগঞ্জ) প্রতিনিধি. 

জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ ০৩ আসনে মাওলানা হোসাইন আহমদ ইসহাকীকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এদিকে আজ ( শনিবার) গজারিয়ায় মনোনীত প্রার্থীকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। 

শনিবার ( ৩০ আগস্ট ) দুপুরে বালুয়াকান্দি কুতুবিয়া কনভেনশন সেন্টার আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা ও প্রয়াত নূর হোসেন কাসেমীর ছেলে মাওলানা জাবের কাসেমী, সংগঠনটির মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুর রহমান, শ্রীনগর উপজেলা শাখা সভাপতি আশরাফ আলী কাসেমী, শাইখুল হাদিস মাওলানা মুস্তাফিজুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম গজারিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা বেলাল হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতি নুরুল আলম ইসহাকী।

তার বক্তব্যে মাওলানা জাবের কাসেমী বলেন, 'হোসাইন আহমদ ইসহাকী জগৎ বিখ্যাত আলেমেদ্বীন মাওলানা ইসহাক ফরিদীর যোগ্য উত্তরসূরী। এই আসনটি থেকে যারাই সংসদ সদস্য প্রার্থী হবেন তাদের সবার ব্যাপারেই টুকটাক কথাবার্তা শোনা যায় এদিক থেকে ব্যতিক্রম মাওলানা হোসাইন আহমদ ইসহাকী। আমরা ক্ষমতায় গেলে দেশের টাকা বিদেশে পাচার হবে না, দেশের টাকা দেশের উন্নয়নে ব্যয় করা হবে। আপনাদের প্রতি অনুরোধ আপনারা একবার আমাদের ভোট দিয়েই দেখেন'।

এসময় সমসাময়িক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ' দেশ এখন নির্বাচনমুখী কিন্তু একটি পক্ষ চাইছে নির্বাচন বন্ধ হোক। যারা নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে চায় তারাই ভিপি নূরের উপর হামলা চালিয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই'।

তার বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা হোসাইন আহমদ ইসহাকী বলেন, ' জমিয়তে উলামায়ে ইসলাম কোন নতুন দল নয়। ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১০৬ বছরের পুরাতন এই দলটি ১৯৭১সালের মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। হাফেজ্জি হুজুর থেকে শুরু করে মাওলানা নূর হোসেন কাসেমীর মত কিংবদন্তিতুল্য আলেম এই দলের সাথে আজীবন যুক্ত থেকেছেন। আমরা চাইবো দেশের আপামর জনসাধারণ ইসলামকে ভালোবেসে এবার খেজুরগাছ মার্কায় ভোট দিবে'।

সর্বশেষ সংবাদ