প্রকাশ: 02 Aug 2025 | 02:06pm | আপডেট: 02 Aug 2025 | 02:06pm
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত-নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
শনিবার ২ আগষ্ট বিকাল ৫ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে কুচিয়ামোড়া তরুন সংঘের আয়োজনে কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো: নাসিম খানের সভাপতিত্বে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শুভ শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
এতে আরামবাগ ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ kings eleven অংশগ্রহণ করেন।রেফারীর দ্বায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খন্দকার। খেলায় আরামবাগ ফুটবল একাডেমি ৪-১ গোলে মুন্সীগঞ্জ kings eleven কে হারিয়ে বিজয় লাভ করেন।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ সাদী উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সরদার,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন,নির্বাহী পরিচালক (রেভিনিউ) নতুনধারা এসেটস লিঃ শাহীন মিঞা সিকদার।