Logo
শিরোনাম
শ্রীপুরে ঘুমানোর জায়গা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে তরুণ নিহত
ক্রাইম ভিশন

প্রকাশ: 09 Aug 2025 | 07:58am | আপডেট: 09 Aug 2025 | 07:58am

শ্রীপুরে ঘুমানোর জায়গা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে তরুণ নিহত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জুয়েল রানা (২৫) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও জব্দ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “মাওনা এলাকায় ‘গল্প ছড়ার চা ঘর’ নামের একটি দোকানের পাশে কয়েকজন দিনমজুর রাতে চট বিছিয়ে ঘুমাতে গিয়েছিলেন। সেখানে জুয়েল ঘুমাতে গেলে তাকে সরে যেতে বলেন রাকিব ও রবিন। এ নিয়ে জুয়েল ওই দুইজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে রাকিব জুয়েলের বুকে ছুরি বসিয়ে দেয়। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘জুয়েলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

সর্বশেষ সংবাদ