Logo
শিরোনাম
মাদকের টাকা জোগাতে শিশু বিক্রি, বাবা গ্রেপ্তার
ক্রাইম ভিশন

প্রকাশ: 09 Aug 2025 | 01:37pm | আপডেট: 09 Aug 2025 | 01:37pm

মাদকের টাকা জোগাতে শিশু বিক্রি, বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় মাদকের টাকা জোগাতে ৫০ হাজার টাকায় তিন মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করেন বাবা মিরাজ হোসেন (২৮)। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় ও মিরাজকে গ্রেপ্তার করে।

শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে মার কোলে শিশুটিকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় শনিবার মিরাজকে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিশুটির মা বলেন, আমার স্বামী মাদকাসক্ত। বিয়ের পর প্রথমে বুঝতে পারিনি। পরে ধীরে ধীরে বুঝতে পারি।

তিনি আরও বলেন, সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই তাকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন মিরাজ। পরে সত্যি সত্যি বিক্রি করে দেয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, বিক্রি করে দেওয়া শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে নারী নির্যাতন আইনের মামলায় মিরাজকে কারাগারে পাঠান আদালত।

সর্বশেষ সংবাদ