প্রকাশ: 25 Aug 2025 | 02:54pm | আপডেট: 25 Aug 2025 | 02:54pm
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
বুড়িগঙ্গায় উদ্ধার হওয়া নারী-শিশুসহ চার লাশের পরিচয় তিন দিনেও মেলেনি। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় দুটি হত্যা মামলা হয়েছে।
গত শনিবার পৃথক স্থান থেকে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় নারী-শিশুসহ চার জনের লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে এক ছেলে শিশু, দুজন নারী ও একজন পুরুষ। লাশগুলো সুরতহালের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা বলেন, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে শনিবার দুপুরে ভাসমান অবস্থায় প্রথমে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার-কামিজ ছিল। ওই নারীর লাশ উদ্ধারের এক ঘণ্টা পরে ওই ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে ওড়না দিয়ে পেচানো ৩ বছরের এক ছেলেশিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা মা-ছেলে হবে। দুজনের গলায় কাপড় পেচানো থাকায় তাদের শ্বাসরোধে হত্যার পর বুড়িগঙ্গা নদীতে লাশ গুম করার জন্য ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে।
কেরানীগঞ্জের বরিশুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোক্তার হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ৭টায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সী এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। পুরুষের পরনে কালো ট্রাউজার ও চেক ফুলহাতা শার্ট ছিল। নারীর পরনে ছিল ছাই রংয়ের গেঞ্জি ও লাল রংয়ের সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেছে। লাশের সঙ্গে ৫০ কেজি চালের বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাদের হত্যার পর বুড়িগঙ্গায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন বলেন, কেরানীগঞ্জে মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে উদ্ধার মৃত নারী ও শিশুর পরিচয় তিন দিনেও তাদের শনাক্ত করা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে উদ্ধার মৃত নারী-পুরুষের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।