Logo
শিরোনাম
ফুলবাড়ী হাসপাতালে অভিযান দালাল চক্রের দুই সদস্যকে জরিমানা
ক্রাইম ভিশন

প্রকাশ: 26 Aug 2025 | 11:05am | আপডেট: 26 Aug 2025 | 11:05am

ফুলবাড়ী হাসপাতালে অভিযান দালাল চক্রের দুই সদস্যকে জরিমানা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে জরিমানা করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে দালাল চক্রের সদস্য বিপ্লব হোসেন (৪০) ও পূর্ণিমা রানী (৫৬)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৪ ধারায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।

জানা গেছে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা গ্রাম থেকে আসা অসহায় ও সহজ-সরল রোগীদের প্রলোভন ও কৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নি¤œমানের পরীক্ষা-নিরীক্ষা ও ডিপ্লোমাধারী চিকিৎসকদের মাধ্যমে প্রেসক্রিপশন করিয়ে কমিশনভিত্তিক অর্থ হাতিয়ে নেয়। এতে রোগীরা যেমন প্রতারিত হয়, তেমনি সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইসাহাক আলী বলেন, দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। বিষয়টি নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুইজনকে জরিমানা করা হলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ