Logo
শিরোনাম
চাঁদপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
ক্রাইম ভিশন

প্রকাশ: 08 Aug 2025 | 04:59pm | আপডেট: 08 Aug 2025 | 04:59pm

চাঁদপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য রিয়াজ গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৮ আগস্ট) উপজেলার মোহাম্মদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রামের ইয়ার আহম্মদ গাজীর ছেলে রিয়াজ গাজী।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদুল্লাপুর ইউনিয়নের শাহ্ সোলেমান লেংটার মাজারের গেটের সামনে থেকে ভুক্তভোগী মো. কালুর (২৪) কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল কৌশলে নিয়ে যায় রিয়াজ ও সহযোগীরা।

এ ঘটনায় পরের দিন থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মতলব উত্তরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত। তারই অংশ হিসেবে মোটরসাইকেল চোর চক্রের এই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তারকৃতকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ