প্রকাশ: 24 Aug 2025 | 02:10pm | আপডেট: 24 Aug 2025 | 02:10pm
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় দিন দুপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরিকালে চোরকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অটোরিক্সা চুরি করতে গিয়ে হাতে নাতে আটক রাকিবুল হাসান (২০) কুমিল্লার মেঘনা উপজেলার নুরু মিয়া ঢালীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে পুরান বাউশিয়া সোলেমান লেংটা মাজার রোডে বড় মসজিদের সামনে সড়ক থেকে একটি অটোরিক্সা চুরি করে নিয়ে যাচ্ছিল এক কিশোর। এসময় স্থানীয়রা দেখে ধাওয়া দিলে ওই কিশোর অটোরিক্সাটি রেখে সড়কের পাশে ডোবায় ঝাঁপ দেয়। পরে ক্ষুব্ধ জনতা ডোবা থেকে তাকে তোলে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, স্থানীয়রা এক চোরকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।