Logo
শিরোনাম
গজারিয়ার ১৫ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক
ক্রাইম ভিশন

প্রকাশ: 10 Aug 2025 | 08:47am | আপডেট: 10 Aug 2025 | 08:47am

গজারিয়ার ১৫ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী 'গজারিয়ার ইয়াবা বদি' নামে পরিচিত ১১ মামলার আসামি লিটন কসাইকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লিটন কসাই (৪০) গজারিয়া উপজেলার ভবেররচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসার কারণে তিনি স্থানীয়ভাবে 'গজারিয়ার ইয়াবা বদি' নামে পরিচিত। তাকে গত কয়েক মাস ধরে আটকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল থানা পুলিশ। সর্বশেষ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে ভবেরচর ইউনিয়নের আনারপুরা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, ' লিটন গজারিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে'।

সর্বশেষ সংবাদ