প্রকাশ: 09 Aug 2025 | 03:33pm | আপডেট: 09 Aug 2025 | 03:33pm
গজারিয়া প্রতিনিধি.
মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার (০৯ আগস্ট) বিকাল চারটার দিকে মেঘনা নদীর গজারিয়া লঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। শারীরিক গঠন থেকে ধারণা করা হচ্ছে তার বয়স ৪০ এর আশেপাশে হতে পারে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকাল চারটার দিকে মেঘনা নদীর লঞ্চঘাট বরাবর এলাকায় লাশটি ভেসে থাকলে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ' আমরা একটা লাশ উদ্ধার করেছি তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা'।