Logo
শিরোনাম
আশুলিয়ায় বসতবাড়িতে অভিযান, নারীসহ আটক ১২
ক্রাইম ভিশন

প্রকাশ: 06 Aug 2025 | 11:47am | আপডেট: 06 Aug 2025 | 11:47am

আশুলিয়ায় বসতবাড়িতে অভিযান, নারীসহ আটক ১২

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ।

বুধবার (৬ আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯), আনোয়ার হোসেন (৩৪)। আটকরা নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত ৬ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন নারীসহ ১২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ