Logo
শিরোনাম
আজ থেকে গর্বের সঙ্গে নামের আগে ড. উপাধি যোগ করতে পারব: মিথিলা
ক্রাইম ভিশন

প্রকাশ: 26 Aug 2025 | 08:43am | আপডেট: 26 Aug 2025 | 08:43am

আজ থেকে গর্বের সঙ্গে নামের আগে ড. উপাধি যোগ করতে পারব: মিথিলা

বিনোদন ডেস্ক:

বহু পরিচয়ে তিনি আমাদের সামনে এসে দাঁড়ান–অভিনেত্রী, গায়ক, মডেল, শিক্ষক, উন্নয়নকর্মী, মা। একেকটি পরিচয়ের ছায়া পেরিয়ে যে কাহিনি তাঁর জীবনগাথার অন্তরালে জ্বলজ্বলে হয়ে ওঠে, তা হলো–একজন নারীর আত্মপ্রতিষ্ঠার অদম্য সংগ্রাম। তিনি রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের বিনোদন জগতে, যিনি দীর্ঘদিন ধরে নিজের অবস্থান দৃঢ় করে রেখেছেন।

মিথিলার পরিচয় শুধু শোবিজ তারকা নন বরং নারীর প্রেরণার প্রতীকও। তিনি জানেন কীভাবে ব্যক্তিগত ঝড়ের মুখে দাঁড়িয়েও নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়। যেমন গানে, যেমন পর্দায়, তেমনই বাস্তব জীবনের দৃঢ়তায়। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা আজ জানালেন তার নতুন অর্জনের কথা।

সর্বশেষ সংবাদ