নিউজ হেডলাইন :
প্রকাশ : ২৬ মার্চ ২০১৮, ১২:৩৪ পিএম
স্বাধীনতার সজ্ঞা
সৈয়দ হারুনুর রশীদ
একাত্তরের নয় মাসের সংগ্রাম,
বাঙ্গালীর অধিকার আদায়ের সংগ্রাম।
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষন,
বাঙ্গালী পেয়েছে মুক্তিযুদ্ধের ইন্ধন।
বায়াঁন্নর একুশের পথ বেয়ে,
একাত্তরের ছার্ব্বিশে মার্চ আসে নিয়ে।
স্বাধীনতা-রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়,
থাকবেনা নাগরীকের কোন ভয়।
জান-মাল সম্মান সম্ভ্রম,
দেশ হবে শান্তির স্বগ্রীয় আশ্রম।
মুক্তি সেনার রক্তে গড়া স্বাধীনতা,
যুগ-যুগ স্মরণীয় শহীদদের আত্না।
ছাত্র যুবক কৃষক কুলি মজুর,
রনাঙ্গন ছাড়তে দেয়নি কেউ ওজর।
মুক্তি সেনাদের রক্তের বন্যায়,
ভেসে গেছে পাক শাসনের অবিচার-অন্যায়।
স্বাধীনতার সাতচল্লিশতম বছর,
মত প্রকাশে দেখি বাঁধার পাথর।
মুক্তি সেনাদল আবারো জাগুন,
অন্যায় তন্ত্রে জ্বালাবো আগুন।
এবারের সংগ্রাম হোক জনমতের মুক্তি,
বাঙ্গালী মানবেনা কোন ধারার অন্যায় চুক্তি।
লেখকঃ কবি ও সাংবাদিক- সৈয়দ হারুনুর রশীদ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মোক্তার হোসেন
ঠিকানা : ৩০/১০/এ তাজমহল রোড, ব্লক –সি (২য় তলা), মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭
ই-মেইল : crimevision24@gmail.com
বার্তা বিভাগ: news@crimevision24.com
ফোন : +৮৮ ০১৯২৩ ৮৪৬৬৬৬, +৮৮ ০১৭১১ ৩৩৭০০০